মহালয়ার তর্পণ করতে রায়গঞ্জের কুলিক নদীতে ভিড় - মহালয়ার তর্পন করতে ভিড় কুলিক নদীতে ভিড় মানুষের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4577615-thumbnail-3x2-tarpan.jpg)
পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু । এই সন্ধিক্ষণকেই বলা হয় মহালয়া । হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার শুভ ক্ষণে পরলোকগত আত্মারা একত্রে উপস্থিত হন । তাই এই দিনে মানুষ গঙ্গায় যান । স্বর্গীয় পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন । আজ রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ও বন্দর ঘাটে বহু মানুষ পিতৃপুরুষের আত্মায় শান্তি কামনায় গঙ্গায় জল দান করে তর্পণ করলেন ।