পারুলিয়ায় BJP কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের দিকে - দুর্গাপুর BJP-র খবর
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর থানা এলাকার পারুলিয়াতে গতকাল BJP-র কার্যালয়ে ভাঙচুর করা হয় । ভাঙচুরের জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা । BJP কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকার BJP-র 1 নম্বর মণ্ডল সভাপতি বিকাশ সিং জানিয়েছেন, গতকাল পারুলিয়ায় একটি মিছিল করেছিল তৃণমূল । অভিযোগ, মিছিল শেষে প্রায় 100 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় BJP-র কার্যালয়ে । দুষ্কৃতীরা BJP-র বেশ কয়েকজন কর্মীর উপরেও চরাও হয় বলে অভিযোগ । যদিও 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ হামলার সঙ্গে তৃণমূলের যোগ থাকার বিষয়টি অস্বীকার করেছেন ।