পারুলিয়ায় BJP কার্যালয়ে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের দিকে - দুর্গাপুর BJP-র খবর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 20, 2020, 3:22 PM IST

দুর্গাপুর থানা এলাকার পারুলিয়াতে গতকাল BJP-র কার্যালয়ে ভাঙচুর করা হয় । ভাঙচুরের জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা । BJP কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকার BJP-র 1 নম্বর মণ্ডল সভাপতি বিকাশ সিং জানিয়েছেন, গতকাল পারুলিয়ায় একটি মিছিল করেছিল তৃণমূল । অভিযোগ, মিছিল শেষে প্রায় 100 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় BJP-র কার্যালয়ে । দুষ্কৃতীরা BJP-র বেশ কয়েকজন কর্মীর উপরেও চরাও হয় বলে অভিযোগ । যদিও 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ হামলার সঙ্গে তৃণমূলের যোগ থাকার বিষয়টি অস্বীকার করেছেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.