"পুজোতে বৃষ্টি মানে না বাঙালি", বলছে কুমোরটুলি পার্কের ভিড় - pandal hopping inspite of rain in kolkata
🎬 Watch Now: Feature Video
পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস ৷ তার ব্যতিক্রম হয়নি ৷ বৃষ্টি নেমেছে সপ্তমীর সন্ধ্যায় ৷ তবে তা বাধ সাধতে পারেনি প্যান্ডেল হপিংয়ে ৷ কেউ ছাতা আবার কেউ মাথায় রুমাল দিয়ে গা ভাসিয়েছেন পুজোর ভিড়ে ৷ বৃষ্টি উপেক্ষা করেই সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপমুখো শহর কলকাতা ৷ কুমোরটুলি পার্কের পুজো মণ্ডপ সহ শহরের প্রায় প্রতিটি পুজো মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় দেখা গেল দর্শনার্থীদের ঢল । পুজোর ভিড়ে এক যুবতি বললেন, "পুজোতে বৃষ্টি মানে না বাঙালি৷"
Last Updated : Oct 5, 2019, 7:58 PM IST