Farakka : জলের তোড়ে ভাঙল জাতীয় সড়ক, সমস্যায় সাধারণ মানুষ - Farakka
🎬 Watch Now: Feature Video
ঝাড়খণ্ডের পাহাড়ি নদীর হরপা বানের তোড়ে ভেঙে গেল 80 নম্বর জাতীয় সড়কের একাংশ । বাংলা-ঝাড়খণ্ডের অন্যতম যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল । এই নিয়ে এবছর তিনবার 80 নম্বর জাতীয় সড়ক ও 34 নম্বর জাতীয় সড়কের এক মাত্র যোগাযোগের ব্যবস্থা ফরাক্কা নিশিন্দ্রা কাটান ভাঙায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ । এর ফলে সমস্যায় পড়েছেন ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের হাজার হাজার মানুষ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই নিশিন্দা কাটানের জন্য ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে তাদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও হয়নি সেতু ।