করোনাকে তোয়াক্কা না করে শিবের টানে ভিড় তারকেশ্বরে - শিব

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 20, 2021, 12:43 PM IST

Updated : Jul 20, 2021, 1:59 PM IST

বিশ্বাসে মিলায় ঈশ্বর, তর্কে করোনা বহুদূর ৷ হ্যাঁ, করোনাসংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ ৷ এর মধ্যে শুরু হয়েছে শ্রাবণী মেলা ৷ সব বাধা অতিক্রম করে শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরের মন্দিরে ভিড় জমালেন ভক্তরা ৷ কোনও ভক্ত জানালেন করোনাসংক্রমণের ভয় থাকলেও শিবের টানে জল ঢালতে এসেছেন ৷ সামাজিক দূরত্ববিধি মেনেই চোঙা দিয়ে জল ঢেলেছেন দূর থেকে ৷ কেউ বা স্বীকার করলেন জল ঢালার সময় গায়ে গা লেগে গিয়েছিল প্রায়, তাও জল ঢেলেছেন, মনের শান্তি পেতে ৷ মন্দিরের এক পুরোহিত অবশ্য জানালেন, মন্দিরের ট্রাস্টের মোহন্ত মহারাজের পক্ষ থেকে কোভিড বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সংখ্যক লোককে জল ঢালার সুযোগ দেওয়া হচ্ছে, সবাইকে মাস্ক পরতে বলা হচ্ছে ৷ কিন্তু ধরা পড়ল না সে দৃৃশ্য ৷ এমনকি পৌরপ্রশাসক স্বপন সামন্ত জানালেন, প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে শ্রাবণী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মন্দিরে নিজস্ব পুজো চলবে ৷ বাঁক কাঁধে করে আসা নিষিদ্ধ, জল ঢালা বন্ধ ৷ তা সত্ত্বেও বিভিন্ন প্রান্ত থেকে কী ভাবে যেন লোকজন ঢুকে গিয়েছে ভিতরে ৷ এমনকি রাজ্যের বাইরে থেকে এসে রাতে জড়ো হয়েছেন ভক্তরা, মানছেন না নিয়মকানুন ৷ এতে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন, কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ পুণ্যক্ষেত্র তারকেশ্বরের অলিগলিতে নিরাপত্তারক্ষীদের মাইক হাতে সতর্কবার্তা ঘোষণা করতে দেখা গেল, শোনাও গেল ৷ কিন্তু ভক্তদের কানে পৌঁছাল কি ? পুণ্যের লোভে সবাই মিলে যে ডুব দিয়েছেন দুধ পুকুরে ৷
Last Updated : Jul 20, 2021, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.