ভাইপোকে নিয়ে থাকতে হবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না ; মমতাকে হুঁশিয়ারি মান্নানের - শহিদ দিবস নয়, বলুন দলত্যাগ দিবস
🎬 Watch Now: Feature Video
আজকের ভার্চুয়াল সভা থেকে গণতন্ত্রের পক্ষে জোর সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই ইশুতে তাঁকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ৷ বললেন, "আপনার মুখে গণতন্ত্রের কথা মানায় না ৷ আপনি অন্য দল ভাঙিয়ে নিজের দলে লোক টেনেছেন ৷ অপেক্ষা করুন আপনারও খারাপ দিন আসবে ৷ সামনেই 100 জনেরও বেশি বিধায়ক ও অনেক মন্ত্রী আপনার দল ছাড়বে ৷ আপনাকে ভাইপোকে নিয়েই থাকতে হবে ৷ কেউ আপনার পাশে দাঁড়াবে না ৷ আপনার করুণ পরিণতি দেখার জন্য মানুষ অপেক্ষা করছে ৷ বাম-কংগ্রেস আপনার পাশে নেই ৷"