সদ্য়জাতর মৃত্যু, হাসপাতালে বিক্ষোভ পরিবারের - newborn death
🎬 Watch Now: Feature Video
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ পরিবারের । হাসপাতালে ভরতি হওয়ার পরও চিকিৎসকের গাফিলতিতে সদ্যজাত সন্তান মারা যায় এমনটাই অভিযোগ প্রসূতির পরিবারের ৷ প্রসব যন্ত্রণা নিয়ে শনিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি হন পূরবী দাস । বেলা 1টা নাগাদ অস্ত্রপ্রচারের পর সন্তানের জন্ম দেন তিনি ৷ কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই সদ্যজাতর মৃত্যু হয়৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালের মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখান সদ্যজাতর পরিবারের লোকেরা ।