Narendra Modi in Varanasi : কখনও চেনা ছন্দে, কখনও হালকা মেজাজে, বারাণসীতে দিনভর মোদি - Narendra Modi at Kashi Vishwanath Temple

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 13, 2021, 10:36 PM IST

বারাণসীতে নবনির্মিত কাশী-বিশ্বনাথ করিডরের উদ্বোধনে গিয়ে সোমবার অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi in light mood in varanasi) ৷ এদিন প্রথমে গঙ্গা স্নান করে সেখান থেকে ঘটে করে জল নিয়ে গিয়ে কাশী-বিশ্বনাথ মন্দিরে জলাভিষেক করেন প্রধানমন্ত্রী ৷ দেন পুজোও ৷ এরপর বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদির মুখে যেমন শোনা গিয়েছে 'হর হর মহাদেব' ধ্বনি, তেমনই শোনা গিয়েছে ভোজপুরি ভাষাও ৷ করেছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা নির্মাণকর্মীদের প্রশংসাও ৷ অনুষ্ঠানের একফাঁকে নির্মাণকর্মী, সাফাইকর্মীদের কাছে গিয়ে তাঁদের মাথার উপর পুষ্পবৃষ্টিও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এদিন কাশী-বিশ্বনাথ করিডর প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পাশে বসে দুপুরের খাওয়াও সেরেছেন প্রধানমন্ত্রী ৷ সাধারণের মাঝে এভাবেই এদিন বারবার মিশে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ করেছেন লঞ্চে চেপে গঙ্গা ভ্রমণও ৷ হেঁটে দেখাছেন পুরো কাশী-বিশ্বনাথ করিডর ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.