"মুখ্যমন্ত্রী দেশের নাম ডুবিয়েছেন" কটাক্ষ নরোত্তমো মিশ্রার - নরোত্তমা মিশ্রা
🎬 Watch Now: Feature Video
"মুখ্যমন্ত্রী যিনি দেশের নাম ডুবিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করছেন ৷" রানীগঞ্জে ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপির জনসভা থেকে এমনটাই জানালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তমো মিশ্র ৷ " মমতা দিদি ও ওনার পরিবারকে ছেড়ে বাকি সবাই যে তৃণমূলে যোগ দেবেন তা আগে থেকেই জানা ছিল ৷" অমিত শাহর কথার সুর ধরেই তিনি বলেন, " ভোট আসতে আসতেই দেখবেন মমতা দিদি ওনার পরিবারের সঙ্গে একা থেকে যাবেন৷ "