পরিযায়ীদের কাজ ও ফ্রি-তে টিকার দাবিতে নদিয়ায় ডেপুটেশন কংগ্রেসের - নদিয়া জেলা কংগ্রেস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 10, 2021, 8:33 PM IST

প্রতিটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া-সহ পরিযায়ী শ্রমিকদের স্থায়ী কাজ দেওয়ার দাবি নিয়ে জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দিল নদিয়া জেলা কংগ্রেস । এ দিন নদিয়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় । বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, ভ্যাকসিন নিয়ে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে । প্রাপ্তবয়স্করা একাধিক হাসপাতালে ঘুরে ঘুরে টিকা পাচ্ছেন না, যা নিয়ে একাধিক হাসপাতালে বিক্ষোভ হতে দেখা গিয়েছে । এ বার মূলত সেই স্বজনপোষণের বিরুদ্ধে এবং পরিযায়ী শ্রমিকদের বেতনের দাবিতে ডেপুটেশন জমা দিল কংগ্রেস । কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, জেলায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন । দীর্ঘদিন কর্মহীন থাকার ফলে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন । এই অবস্থায় অবিলম্বে সরকার এবং প্রশাসনকে পরিযায়ী শ্রমিকদের আট হাজার টাকা বেতনের কাজ দিতে হবে । পাশাপাশি বিভিন্ন জায়গায় স্যানিটাইজার এবং বিনামূল্যে যাতে সকলেই টিকা পেতে পারেন, তাও সুনিশ্চিত করতে হবে সরকারকে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.