নবান্ন অভিযানে ধুন্ধুমার; চলল জলকামান, কাঁদানে গ্যাসের শেল - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
কর্মসংস্থান ও শিল্পের দাবিতে 10টি বামপন্থী যুব ও ছাত্র সংগঠনের নবান্ন অভিযান । মিছিল শুরু হয় কলেজ স্ক্যোয়ার থেকে । নবান্ন অভিযান ঘিরে পুলিশি তৎপরতা ছিল চরমে ৷ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল নবান্ন যাওয়ার রাস্তা । ধর্মতলায় অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা । এরপরই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে । বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করে পুলিশ । বাম ছাত্র-যুব সংগঠনের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ । তাদের বেশ কয়েক জন কর্মীও আহত হয়েছেন বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে ।