শিলিগুড়ির চা বাগান পরিদর্শন দুই সাংসদের, শুনলেন "গো ব্যাক" স্লোগান - mp raju bista
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9195202-thumbnail-3x2-raju.jpg)
নজরে বিধানসভা নির্বাচন। তার আগে আজ শিলিগুড়ি মহকুমার বিভিন্ন চা বাগান পরিদর্শনে করলেন BJP সাংসদ রাজু বিস্তা এবং জন বারলা । তাঁরা শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে তিনশো টাকা ব্যবস্থা করার আশ্বাস দেন । অন্যদিকে সাংসদরা বাগানে যেতেই পালটা বিক্ষোভ দেখায় চা শ্রমিকদের একাংশ । সাংসদদের কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান তোলেন শ্রমিকরা ।