রাজ্যে 100-র বেশি কার্যকর্তাকে হত্যা করা হয়েছে, বলছেন BJP নেতা - Bali Police Station
🎬 Watch Now: Feature Video
"100-র বেশি BJP কার্যকর্তাকে হত্যা করা হয়েছে । একজনও আজ অবধি সাজা পায়নি ।" বললেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। তিনি আরও বলেন, "যাঁরা যাঁরা দলের কার্যকর্তাদের হত্যার পিছনে রয়েছেন তাঁদের 2021-এ BJP ক্ষমতায় আসার পর টেনে বের করা হবে । BJP তখন তাঁদের বোঝাবে কী কী কার্যকলাপ এতদিন ধরে তাঁরা করে এসেছেন ।" আজ বালি থানায় ডেপুটেশন দিতে এসে এভাবেই হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং।