কোরোনামুক্ত মেয়েও, হাত ধরে নাচ মহিলার ; দেখুন ভিডিয়ো... - Murshidabad corona
🎬 Watch Now: Feature Video
মায়ের পর কোরোনা জয় মেয়ের ৷ ফুল, চন্দন ও প্রদীপ জ্বালিয়ে মেয়েকে বরণ করে নিলেন সদ্য কোরোনামুক্ত মা ৷ সঙ্গে চলল হাত ধরে নাচ। এমনই দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলদায় ৷ কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন এলাকার এক BJP নেত্রী ৷ এরপরই কোরোনায় আক্রান্ত হন তাঁর মেয়ে ৷ কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান ওই BJP নেত্রী ৷ এবার কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন তাঁর মেয়ে ৷
Last Updated : Aug 1, 2020, 2:06 PM IST