কটু শব্দে শুভেন্দুকে আক্রমণ সেলিমের, প্রশ্ন উঠছে রাজনৈতিক সৌজন্য নিয়ে - মহম্মদ সেলিম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 28, 2021, 5:43 PM IST

শুভেন্দু অধিকারীই একসময় বলেছিলেন, কেউ মিছিল, মিটিং করতে পারবে না ৷ মেদিনীপুরে লাল ঝান্ডা দেখা যাবে না ৷ আজ সে-ই মমতার মুখ লাগানো তৃণমূলের ঝান্ডাকে অপমান করছে ৷ এই কথাই কটু শব্দ প্রয়োগ করে বললেন মহম্মদ সেলিম ৷ যার পর রাজনৈতিক অসৌজন্য নিয়ে প্রশ্ন উঠল ৷ আজ মালদার রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুরের জনসভায় ভাষণ দিতে গিয়ে মমতা-অভিষেক ও তৃণমূলকেও আক্রমণ করেন সিপিআই(এম)-এর পলিটবিওরো সদস্য মহম্মদ সেলিম ৷ বলেন, “চিটফান্ড থেকে কাটমানি, সব টাকা এ-হাত ও-হাত ঘুরে কালীঘাটে পিসি-ভাইপোর কাছে জমা পড়ছে ৷ এরই মধ্যে বিজেপি এসে বলল, এরা এত কিছু করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি ৷ দেখা গেল, বিজেপি তৃণমূলের চোর ধরছে আর নিজের পকেটে ভরছে ৷ শুভেন্দু, মুকুল, শোভনরা সবাই বিভিন্ন চিটফান্ডের মাধ্যমে গরিব মানুষের টাকা খেয়েছে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.