সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মোদি - Satkhira Jessoreshwari temple
🎬 Watch Now: Feature Video
ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতিমা দর্শনের পর তিনি রুপোর উপর সোনার জল করা একটি মুকুটও পরিয়ে দেন প্রতিমাকে ৷ শক্তিরা থেকে প্রধানমন্ত্রী যাবেন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবর রহমনের সমাধিসৌধে ৷ এরপর ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের বাড়ি যাওয়ার কথা রয়েছে তাঁর ৷