"ধোঁয়াশা কেটে গেছে", বেচারামের বাড়িতে প্রবীর - Prabir Ghoshal visits Becharam Manna's house
🎬 Watch Now: Feature Video
হরিপালের বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে এবার উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ৷ গতকাল তাঁর বাড়িতে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ তাঁর সঙ্গে বৈঠকের পরই পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করেন বেচারাম মান্না ৷ আজ সকালে বিশেষ বৈঠকে যোগ দিতে প্রবীর ঘোষাল হাজির হন বিধায়কের বাড়িতে । সেখানে তিনি বলেন, ‘‘ একটা ধোঁয়াশা তৈরি ছিল সেটা কেটে গেছে ৷ দলনেত্রী ও রাজ্য সভাপতি কথা বলেছেন, মান অভিমান যা ছিল তা মিটে গেছে ৷ আর কোনও সমস্যা নেই ৷"