ভর্তুকি তুলে দফতরকে স্বাবলম্বী করার বার্তা অরূপ বিশ্বাসের - ভুর্তকি
🎬 Watch Now: Feature Video
শপথ নেওয়ার পর বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার প্রথম আসেন তাঁর দফতরে । এসেই বিভাগীয় প্রধানদের সঙ্গে পরিচয় পর্ব সারেন তিনি । তিনি জানান , আগামী দিনে উপার্জন বাড়িয়ে ভুর্তকি নেওয়া কমানোই তাঁর প্রধান লক্ষ্য । এদিকে বিদ্যুৎকর্মীদের যে কোনও কাজ দ্রুত শেষ করার অনুরোধ করেন মন্ত্রী ।