হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া দেখতে গিয়ে শঙ্কা প্রকাশ মন্ত্রীর - কোভিড 19
🎬 Watch Now: Feature Video
বুধবার ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দফতরে পরিদর্শনে যান রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী তথা মালবাজারের বিধায়ক বুলুচিক বরাইক । এ দিন তিনি কোভিড টিকা নিতে আসা মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নেই দেখে বলেন, এইভাবে থাকলে লকডাউন কোনও কাজে লাগবে না । এ ছাড়াও তিনি সেফ হোম পরিদর্শন করেন ৷ সেখানে পরিদর্শনে গিয়ে বলেন, বেশকিছু বিষয়ে ঘাটতি ছিল । দেশেই টিকার অভাব রয়েছে । তারপরও দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টিকা অন্য দেশে পাঠানো হচ্ছে । বাংলার সরকার চেষ্টা করছে,মহামারির সঙ্গে মোকাবিলা করে সবটা নিয়ন্ত্রণ করার । পাশাপাশি সমস্ত হাসপাতাল ঘুরে দেখে কোনও সমস্যা থাকলে তা মেটানোর জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে । ধূপগুড়ি হাসপাতালের পক্ষ থেকেও জেনারেটরের অভাব রয়েছে বলে জানানো হয় । সেটাও দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান মন্ত্রী । পাশাপাশি সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলা হয়েছে ।