কাঁকসার রক্ষিতপুর জলাশয় ছেয়েছে পরিযায়ী পাখিতে - migrant birds
🎬 Watch Now: Feature Video
প্রতিবছরের মতো এবারেও শীতকাল শুরু হতেই কাঁকসার রক্ষিতপুর জলাশয়ে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে । পরিযায়ী পাখিগুলি সাইবেরিয়া থেকে আসে । বনদপ্তরের কথায় এগুলি লেসার হুইসলিং ডাক । কিন্তু গ্রামের মানুষদের কাছে পরিযায়ী পাখিরা অতিথি বা ভিনদেশি পাখি । অন্যান্য বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখি কম এসেছে । মুচিপাড়া বনদপ্তরের আধিকারিক অনুপ কুমার দাস জানান, পরিযায়ী পাখিদের দিকে প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে বনদপ্তর ।