মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে পথে সাধারণ মানুষ ; দেখুন ভিডিয়ো - Mass agitation demanding for manua and ajit's hanged death
🎬 Watch Now: Feature Video
অনুপম হত্যা মামলায় অভিযুক্ত মনুয়া ও অজিতকে দোষীসাব্যস্ত করেছে বারাসত আদালত ৷ আগামীকাল হবে সাজাদান ৷ সাজাদানের আগেই মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে পথে নামতে দেখা গেল সাধারণ মানুষকে ৷ আজ বারাসত আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা ৷ 2017 সালের 2 মে বারাসতের হৃদয়পুরের বাড়িতে নৃশংসভাবে খুন হন বেসরকারি ভ্রমণ সংস্থার ম্যানেজার অনুপম সিং । প্রথমে এই খুন নিয়ে রহস্য থাকলেও পরে পুলিশি তদন্তে জানা যায়, প্রেমিক অজিতকে সঙ্গে নিয়ে স্বামীর খুনে লিপ্ত ছিলেন মনুয়া । তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে । খুনের সময় প্রেমিক অজিতের মোবাইল ফোন অন রেখে স্বামীর শেষ আর্তনাদ শুনেছিলেন মনুয়া । এরপর, 16 মে খুনের অভিযোগে মনুয়া ও অজিতকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ । দীর্ঘ প্রায় 26 মাস ধরে মামলাটি চলে বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টে । মামলার 86 দিনের মাথায় মনুয়া ও অজিতের বিরুদ্ধে বারাসত আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । এরপরও সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় । 469 পাতার চার্জশিটে অনুপমের বন্ধু, অফিসের সহকর্মী, ফিঙ্গার ও ফরেনসিকের বিশেষজ্ঞদের পাশাপাশি মামলার তদন্তকারী অফিসারের সাক্ষ্যসহ বয়ান সংগ্রহ করা হয় । মোট 31 জন সাক্ষী দিয়েছেন এই মামলায় । এখন নজর আগামীকাল সকালে বিচারক বৈষ্ণব সরকার মনুয়া ও অজিতের কি সাজা ঘোষণা করবে ?
TAGGED:
anupam mamla bst court