Bike Theft in Jagthballavpur : জগৎবল্লভপুরে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক - Man Caught Red Handed While Stealing Bike
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13948060-448-13948060-1639885370711.jpg)
বাইর চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক (Man Caught Red Handed While Stealing Bike) ৷ হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটের ঘটনা ৷ দীর্ধদিন ধরে ওই এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছিল (Bike Theft in Jagthballavpur) ৷ আজ সকালে এক ব্যক্তি তাঁর বাইক দাঁড় করিয়ে রেখে একটি দোকানে ঢুকেছিলেন ৷ অভিযোগ সেই সময় তিনি দেখেন এক যুবক তাঁর বাইক নিয়ে চম্পট দিচ্ছে ৷ তৎক্ষণাত তিনি চিৎকার শুরু করেন এবং দৌড়ে গিয়ে ওই যুবককে বাইক সহ ধরে ফেলেন ৷ বিপদ বুঝতে পেরে বাইকে স্টার্ট দিয়ে পালাতে যান ওই যুবক ৷ কিন্তু, বাজারের রাস্তা হওয়ায় ভিড়ের মধ্যে অন্য একটি গাড়িতে ধাক্কা মেরে পড়ে যান তিনি ৷ এর পরেই আশেপাশের লোকজন তাঁকে ধরে ফেলে ৷ যদিও, এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷
TAGGED:
Bike Theft in Jagthballavpur