যারা আমাদের সরকারকে সাফ করবে, তারাই সাফ হবে : মমতা - নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4967636-thumbnail-3x2-mamata.jpg)
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বলেন, "কেউ যদি মনে করে থাকে 2021-এ আমাদের সরকার হবে সাফ, তাদের আমি বলি, তোমাদের কথা বলা মানুষ মনে করে পাপ ৷ তোমরা সাফ হবে তৈরি থেক ৷ আগামী দিনে মা-মাটি-মানুষের সরকারই আসবে । এই সরকারই থাকবে । গর্বের সঙ্গে কাজ করবে । বিভেদ করে নয় । বিভাগ করে নয় । গন্ডগোল করে নয় । দাঙ্গা করে নয় ।"
TAGGED:
শিক্ষক সমাবেশ