মমতা বন্দ্যোপাধ্যায় আইন জানেন না, নাগরিকত্ব প্রশ্নে কটাক্ষ শান্তনুর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 17, 2021, 6:10 PM IST

"মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আইন জানেন না ৷ মুখ্যমন্ত্রী হলেই যে সব আইন জানবেন, এটা বাধ্যতামূলক নয় ৷" নদিয়ার শান্তিপুরে মতুয়াদের একটি সমাবেশে কটাক্ষ শান্তনু ঠাকুরের । উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্য়ায় রানাঘাটের সভায় প্রশ্ন তোলেন, যাঁরা দীর্ঘদিন ধরে এদেশে বাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড রয়েছে, তাঁদের নতুন করে নাগরিকত্বের কীসের প্রয়োজন ৷ এই প্রসঙ্গে বনগাঁর বিজেপি সাংসদ বলেন, "2003 সালের আইনে বলা ছিল, যাঁরা 1950 সালের পর ভারতের নারিকত্ব পেয়েছেন তাঁদের সন্তানদের যদি ভারতে জন্ম না হয়ে থাকে, তবে তাঁরা নাগরিকত্ব পাবেন না ৷ মুখ্যমন্ত্রী 2003 সালের এই আইনটিকে এড়িয়ে যাচ্ছেন । তিনি তো মতুয়াদের দায়িত্ব নেবেন না, তাহলে ক্ষণিকের রাজনৈতিক স্বার্থে ভুল কথা কী করে বলেন !"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.