প্লাস্টিকের পুনর্ব্যবহার করে শিক্ষক উদ্ভাবনা সম্মান লাভ মালদার শোভানগর হাইস্কুলের - কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 7, 2020, 3:36 PM IST

প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন তিন বছর আগে ৷ মালদার শোভানগর হাইস্কুল ও সংলগ্ন এলাকাকে প্লাস্টিকমুক্ত করতে কার্যত এক নীরব আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি৷ ছাত্রদের জন্য ঘোষণা করেছিলেন, বাড়িতে থাকা সারা বছরের প্লাস্টিক স্কুলে জমা দিলেই স্কুল ফি কম দিতে হবে ৷ সেই প্লাস্টিক দিয়ে ইট বানিয়ে তিনি স্কুলে একাধিক নির্মাণ করেছেন ৷ তৈরি হয়েছে গ্রিন হাউস৷ স্কুলের ছাদে হয়েছে রুফ গার্ডেন৷ সব মিলিয়ে প্রকৃতিকে সুরক্ষা দিচ্ছে তাঁর স্কুল৷ তাঁর এই চিন্তাভাবনার তারিফ করেছে পুদুচেরির শ্রী অরবিন্দ সোসাইটি৷ আগামী ১ মার্চ দিল্লি আইআইটি ক্যাম্পাসে গোটা দেশের ৫৮ জন শিক্ষককে তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনার জন্য সম্মাননা দেবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ৷ সেই সম্মাননা পাচ্ছেন মালদার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাসও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.