মইদুলের মরদেহ পৌঁছাল সলপে, শেষ শ্রদ্ধা বাম নেতা কর্মীদের - মইদুলের মরদেহ পৌঁছাল সলপে
🎬 Watch Now: Feature Video
মইদুল ইসলাম মিদ্যার মরদেহ পৌঁছাল ডোমজুড়ের সলপে । রাত 9টা নাগাদ মৃত বাম যুব কর্মীর মরদেহ পৌঁছায় সলপে । সেখানে উপস্থিত বাম নেতা কর্মীরা মইদুলের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান । যুব কর্মীর মরদেহ যুব সংগঠনের পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয় । এখান থেকে তাঁর মরদেহ পৌঁছে দেওয়া হবে যুব কর্মীর বাঁকুড়ার বাড়িতে ৷