'খেলা হবে' প্রসঙ্গে রাজীবকে চ্যালেঞ্জ মদনের - Madan Mitra
🎬 Watch Now: Feature Video
'খেলা হবে' প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মদন মিত্র । হাওড়ার ডোমজুড়ে বাইক মিছিলে অংশ নেন তৃণমূল নেতা । সেখান থেকে তিনি রাজীবকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "বিজেপি যেভাবে চায় সেভাবেই খেলা হবে । রাজীব তো ইঞ্জিনিয়ার জানতাম । আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম । আরও ভালো খেলা জানি ।"