"জনতা কারফিউ"-এর মাঝেই স্বাস্থ্য পরীক্ষায় লম্বা লাইন বর্ধমানে - স্টেশনে কারফিউ উপেক্ষা করেই চলছে থার্মাল স্ক্যানিং
🎬 Watch Now: Feature Video
কোরোনা মোকাবিলায় চলছিল "জনতা কারফিউ" ৷ কিন্তু বর্ধমান স্টেশনে তা উপেক্ষা করেই চলল থার্মাল স্ক্যানিং ৷ কারণ ভিন রাজ্য থেকে যাঁরা এসেছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করছে জেলা স্বাস্থ্য দপ্তর ৷ তারপরই তাঁদের বর্ধমানে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে ৷