বিধায়ক সারাক্ষণ গান গেয়ে বেড়াচ্ছেন, ইন্দ্রনীলকে কটাক্ষ লকেটের - indranil sen
🎬 Watch Now: Feature Video
"দিদি বলছে দিদিকে বলো, আর দিদির ভাইয়েরা বলছে সাংসদকে বলো ৷ তাহলে সব চেঞ্জ করুক ৷ সবাই বলুক রাজ্যের 18 জন সাংসদ আছি ৷ সারা বাংলার মানুষকে দেখব ৷ একবার বলুক যা দায়িত্ব আছে সব সাংসদ সামলাবে ৷ তাহলে দিদি দিদিকে বলো বলবে না ৷ নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ৷ পাশাপাশি তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনকেও আক্রমণ করেন তিনি ৷ শুনুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য ৷