ক্যানিং স্ট্রিটে বহুতলে আগুন, পুলিশ ও দমকলের ভূমিকায় খুশি স্থানীয়রা - কলকাতায় আগুন
🎬 Watch Now: Feature Video
আজ সকালে কলকাতার ক্যানিং স্ট্রিট মোড়ের একটি বহুতলে আগুন লাগে । খবর দেওয়া হয় দমকলে ৷ খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থানে আসে দমকলের 8টি ইঞ্জিন । প্রায় দু'ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দমকলকর্মীদের তৎপরতা ও পুলিশের কাজে খুশি স্থানীয়রা ।