রাস্তা সারাইয়ের দাবিতে অভিনব প্রতিবাদ-মিছিল - Local People of Alipurduar
🎬 Watch Now: Feature Video
রাস্তা ভাঙা ৷ যার জেরে বেড়েছে দুর্ঘটনা ৷ অন্তঃসত্ত্বা মহিলাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতেও পোয়াতে হয় যথেষ্ট ঝোক্কি ৷ অনুরোধ থেকে ডেপুটেশন সব উপায়ের মাধ্যমেই রাস্তা সারাইয়ের জন্য বলা হয়েছে পূর্ত দপ্তরকে ৷ কিন্তু লাভ হয়নি ৷ তাই গতকাল কুমারগ্রাম থেকে কামাক্ষ্যাগুড়ি পর্যন্ত মিছিল করেন স্থানীয়রা ৷ সেখানে গিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের উত্তরীয় পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে এক অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা ৷