টানা বৃষ্টিতে ধস কালিম্পংয়ে, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা - 29 মাইল
🎬 Watch Now: Feature Video
পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ফের বড়সড় ধস কালিম্পংয়ের 29 মাইলে । রবিবার সকালে কালিম্পংয়ের 29 মাইলের পুথিঝোরায় ওই ধসের ঘটনাটি ঘটে। এর জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত যান চলাচল ব্যবস্থা । এর আগেও একাধিকবার ধসের কবলে পড়েছে এই এলাকা । খবর পেয়ে ধস সরানোর কাজে নামে বর্ডার রোড অর্গানাইজেশন, জিটিএ ও কালিম্পং জেলা প্রশাসন । প্রায় আড়াই ঘণ্টা রাস্তা বন্ধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় । ধস সরিয়ে এখন সাময়িকভাবে একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে । যানজট কিছুটা কাটলে ফের গোটা রাস্তা বন্ধ করে ধস সরানোর কাজ শুরু করা হবে বলে প্রশাসন সূত্রে খবর ৷