Nayna Bandyopadhyay : বাড়ির লক্ষ্মীপুজোয় দেবীর কাছে কী চাইলেন সুদীপ-নয়না ? - নয়না বন্দ্যোপাধ্যায় এর বাড়ির লক্ষ্মীপুজো
🎬 Watch Now: Feature Video
প্রতি বছরের মতো এবারও লক্ষ্মী পুজোয় ধন ও সম্পদের দেবীর আরাধনায় সামিল হলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন। দেশের সব মহিলারাই যাতে এই লক্ষ্মীর ভাণ্ডার পান সেই প্রার্থনাই এদিন দেবী লক্ষ্মীর কাছে করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ে যাতে বসতে পারেন সেই প্রার্থনাও করেছেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। প্রতিবছরই ঘটা করে লক্ষ্মী পুজোর আয়োজন করেন বন্দোপাধ্যায় দম্পতি। কুমোরটুলি থেকে প্রতিমা আনা থেকে শুরু করে পুজোর খুঁটিনাটি সবকিছু একা হাতেই সামলান নয়না বন্দ্য়োপাধ্যায়।