যাঁরা কাজ না করে টাকা নিয়েছেন, তাঁরাই ফেরত দিচ্ছেন ; শতাব্দীকে আক্রমণ কুণালের ? - Mithun Chakraborty
🎬 Watch Now: Feature Video
"যাঁরা কাজ না করে টাকা নিয়েছেন, তাঁরাই টাকা ফেরত দিচ্ছেন ৷ তাঁদের স্কিমের নাম ব্যাক ডোর মানি পলিসি ৷" সারদা মামলায় আজ বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে এসে মিঠুন চক্রবর্তীকে একহাত নেন কুণাল ঘোষ ৷ শতাব্দী রায়ের ক্ষেত্রেও কী এই কথা প্রযোজ্য? এর উত্তরে কুণাল বলেন, "শতাব্দী রায় ঠিক কী চিঠি দিয়েছেন, তা আমার জানা নেই । তবে, যাঁরাই এই কাজ করছেন, তাঁদের স্কিমের নাম ব্যাক ডোর মানি ব্যাগ পলিসি ।" তাঁর কথায়, "যদি কেউ কাজের বাইরে গিয়ে টাকা নিয়ে থাকেন, ফেরত দেবেন ৷ এই ফেরত দেওয়া তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাঁরা কাজ না করে অনায্যভাবে টাকা নিয়েছেন । যদি কেউ চুক্তি অনুসারে কাজ করে টাকা নেন, তাতে অন্যায় কী আছে? কাজ করবেন ,টাকা নেবেন ,ইনকাম ট্যাক্স দেবেন এটাই তো হওয়া উচিত ৷ কিন্তু, যখন রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল তখন কেন কারও মনে হল না যে, টাকা ফেরত দিতে হবে ৷ আর যাই হোক এখন টাকা ফেরত দেওয়ার মধ্যে আমি কোনও সদিচ্ছা দেখতে পাচ্ছি না ৷ মিঠুন চক্রবর্তীর BJP-তে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কুণালের মন্তব্য, "প্রথমে CPI(M)-এর সঙ্গে সখ্যতা । তারপর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ । এরপর, BJP-তে যোগ দিলে আর মানুষ থাকবেন না ৷"
ভিডিয়োয় শুনুন কুণাল ঘোষের মন্তব্য ৷
Last Updated : Aug 2, 2019, 12:40 AM IST