স্বাস্থ্যবিধি মেনে কুমারীপুজো দুর্গাপুরে - Kumari Puja performed in Durgapur
🎬 Watch Now: Feature Video
কোরোনা পরিস্থিতিতে দুর্গাপুজো হচ্ছে । তবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজনের কথা বারবার বলা হয়েছে রাজ্য সরকারের তরফে । আর সমস্ত বিধিনিষেধ মেনেই কুমারী পুজো সম্পন্ন করল দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপিঠের মন্দির ও সেবাশ্রম সংঘ ও পূর্বাচল আবাসন কমিটি । মন্দিরের সেবাইত শ্রীশ্রী অমৃতদাস মহারাজ জানালেন ,"আমরা মাতৃভক্তিতে বিশ্বাসী । তাই শক্তির আরাধ্য দেবী হিসেবে আমরা শুধুমাত্র মৃন্ময়ী মাকে পুজো করি না । গত পাঁচ বছর ধরে চিন্ময়ী মাতাকেও পুজো করি । এই কুমারী পুজোর মধ্য দিয়ে আমরা মাতৃশক্তির যেমন আরাধনা করি । তেমনই চারিদিকে যেভাবে নারী নিগ্রহের ঘটনা বাড়ছে, তার প্রতিবাদও করে থাকি ।" সমস্ত বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করা হয়েছে ।"