Durga Puja: বাঁকুড়ার ব্যাপারীহাট সর্বজনীনে মহানবমীতে কুমারী পুজো - কুমারী পুজো
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13353333-653-13353333-1634198498377.jpg)
নিয়ম মেনে বাঁকুড়ার ব্যাপারীহাট সর্বজনীনে কুমীর পুজো হয় ৷ মহানবমীর পূণ্য লগ্নে নিয়মরীতি এবং আচার মেনে হয় কুমারী পুজো ৷ এ দিন সকাল থেকে কুমারী পুজো দেখার জন্য বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মণ্ডপে উপস্থিত হয় ৷ মা দুর্গাকে মহানবমীতে কুমারী রূপে পুজো করা হয় ৷ তবে, কুমারী পুজো উপলক্ষ্যে জড়ো হওয়া লোকজনের ভিড়ে করোনাবিধি কার্যত লঙ্ঘিত হয়েছে ব্যাপারীহাট সর্বজনীনে ৷