Janmashtami at Mayapur : নিয়ম মেনেই পালিত হল মায়াপুর ইসকনের জন্মাষ্টমীর অনুষ্ঠান
🎬 Watch Now: Feature Video
প্রথা অনুযায়ী শুরু হল মায়াপুর ইসকন মন্দিরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব । আজ ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান ৷ সারাদিন ইসকন ভক্তরা উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন । যদিও কোভিড পরিস্থিতির মধ্যে বিভিন্ন রকম বিধিনিষেধ রয়েছে ইসকন মায়াপুরে । প্রতি বারের তুলনায় এই বছর লোকসংখ্যা সীমিত রাখা হয়েছে । মন্দিরের ভেতরেও চলছে বিশেষ নজরদারি । জন্মাষ্টমী উপলক্ষে সমগ্র ইসকন মন্দির আলোকমালায় সাজানো হয়েছে । ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গোরাঙ্গ দাস বললেন, "প্রতি বছরের মতোই ধর্মীয় নিয়ম মেনেই পালিত হচ্ছে এ বছরের জন্মাষ্টমী । করোনার কারণে ভক্ত সংখ্যা অনেক কম । ভক্তরা সকলেই যাতে ভাল এবং সুরক্ষিত থাকে সেদিকে নজর রেখে বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে ।"