KMC Election 2021 : 45 নম্বর ওয়ার্ডে বিজেপির বাজি যুব মোর্চার সভাপতি কুশল পান্ডে - BJP announced candidate list for KMC Election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13768350-thumbnail-3x2-bjp.jpeg)
কলকাতা পৌরনিগমের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP announced candidate list for KMC Election 2021) ৷ 45 নম্বর ওয়ার্ডে বিজেপি উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতি কুশল পাণ্ডেকে প্রার্থী করেছে পদ্মশিবির । কংগ্রেসের প্রবীণ ও অভিজ্ঞ সন্তোষ পাঠক দীর্ঘদিন ধরে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ওয়ার্ডের কাউন্সিলর । এই কেন্দ্রে তৃণমূল শক্তি প্রতাপ সিংকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল ।
TAGGED:
KMC Election 2021