KMC Election 2021 : মীনাদেবী পুরোহিতের উপর হামলা, পোশাক ছেঁড়ার অভিযোগ; রিপোর্ট তলব কমিশনের - KMC Election 2021
🎬 Watch Now: Feature Video
উত্তর কলকাতার 22নং ওয়ার্ডের হেভিওয়েট বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের উপর হামলার অভিযোগ (Attack on BJP Candidate Meenadevi Purahit) ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছেন প্রার্থী ৷ অভিযোগ ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েকঘণ্টা পর মীনাদেবী খবর পান, পোস্তা এলাকার একটি বুথে তৃণমূল বহিরাগতদের ঢুকিয়ে ভোটলুঠ করছে ৷ খবর পেয়ে তিনি ওই বুথে যান ৷ অভিযোগ তাঁকে দেখেই সেখানে উপস্থিত তৃণমূলের কর্মীরা হামলা চালায় ৷ সেই হামলার জেরে তাঁর পোশাক ছিঁড়ে যায় বলেও অভিযোগ ৷ ঘটনায় 22নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর অভিযোগ করেছেন তিনি ৷ এই ঘটনায় পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (KMC Election 2021) ৷
TAGGED:
KMC Election 2021