হেলমেট ছাড়াই বাইক সওয়ারি, শিক্ষা দিল পুলিশ - কাশিপুর থানা
🎬 Watch Now: Feature Video
ধূপগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনার পরও কাশীপুর থানা এলাকার ভাঙড়ে হেলমেট ছাড়াই বাইক সওয়ারি কার্যত ভাবাচ্ছে প্রশাসনকে । মাইক হাতে তাই মাঠে নেমে সচেতনতার পাঠ দিলেন কাশিপুর থানার আধিকারিক সমরেশ ঘোষ । পথ চলতি হেলমেটবিহীন বাইক চালকদের পরিয়ে দিলেন হেলমেট । কিন্তু এভাবে কতদিন ? সাধারণ মানুষ কবে হবে সচেতন ?