LED টিভির মাধ্যমে ঠাকুর দেখার ব্যবস্থা কাশীবোস লেন পুজো কমিটির - North kolkata durga puja 2020

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 20, 2020, 9:25 AM IST

রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ এই রায় প্রসঙ্গে কাশীবোস লেন পুজো কমিটির সাধারণ সম্পাদক সৌমেন দত্ত বলেন, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা পরিকল্পনা করছি । দর্শনার্থীদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে । মণ্ডপের বাইরে আমরা LED টিভি বসাচ্ছি । দর্শনার্থীরা মণ্ডপের মধ্যে প্রবেশ না করে বাইরে থেকে যাতে টিভিতে ঠাকুর দেখতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে । তবে হাইকোর্টের রায়ের পর আমরা সোশাল মিডিয়ায় উপর আরও জোর বাড়াচ্ছি । ফেসবুক, ইউটিউব, পুজো কমিটির নিজস্ব ওয়েবসাইটে LIVE ঠাকুর দেখার ব্যবস্থা করছি । যাতে দর্শনার্থীরা বাড়িতে বসেই কাশীবোস লেনের দুর্গাপ্রতিমা দেখতে পায় ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.