মারবেন ততটাই যতটা নিজে সহ্য করতে পারবেন, হুঁশিয়ারি কাঞ্চনার - kanchana moitra slams tmc

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 8, 2021, 10:52 AM IST

'আর নয় অন্যায়' কর্মসূচিকে সামনে রেখে খানাকুলের আটঘড়া ফুটবল মাঠে জনসভা করে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি । সেই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, প্রাক্তন সভাপতি অসিত কুন্ডু , অভিনেত্রী তথা বিজেপি রাজ্য কমিটির মহিলা নেত্রী কাঞ্চনা মৈত্র সহ একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্ব । সেখান থেকে কাঞ্চনা বলেন, " পাঁচ মাস বাদে তৃণমূলের নেতা-কর্মীদের ঘরের মধ্যে ঢুকিয়ে চাবি দিয়ে সেই চাবি পুকুরে ফেলে দেব । কেউ একটা টু-শব্দ করতে পারবেন না । তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলেন মারবেন ততটাই যতটা নিজে সহ্য করতে পারবেন । তাই জন্য বলছি শুধরে জান । মাথা নিচু করে থাকুন । তৃণমূল যদি একটা মারে, আমাদের কর্মকর্তা বসে নেই । দশটা মারার জন্য তৈরি থাকবেন ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.