নিহত মণীশের বাড়িতে কৈলাস-মুকুল-অর্জুন - Bjp leader died
🎬 Watch Now: Feature Video
টিটাগড়ে নিহত দলীয় নেতা মণীশ শুক্লার বাড়িতে গেলেন BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও সাংসদ অর্জুন সিং । অন্যদিকে, রবিবার রাতের পর সোমবার সকালেও টিটাগড়ে এলাকা পরিদর্শনে গেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা । খুনের ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তরও দিলেন । অন্যদিকে পুলিশকে আক্রমণ করে অর্জুন সিং বলেন, "পুলিশের পুরোপুরি হাত রয়েছে এই ঘটনার পিছনে । পুলিশ দুষ্কৃতীদের সাহায্য করে যাচ্ছে । পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায় খেলা শুরু করেছে, সেই খেলার শেষ আর বেশিদিন নেই । তবে এটাই বলছি, মণীশ শুক্লার হত্যাকারীরা কেউ ছাড়া পাবে না । সব থেকে গুরুত্বপূর্ণ যেই বন্দুক দিয়ে মণীশ শুক্লাকে হত্যা করা হয়েছে, সেই বন্দুক পুলিশের কাছেই রয়েছে । যেই 9mm কারবাইন দিয়ে গুলি করা হয়েছে, ওটা একমাত্র বাংলার পুলিশের কাছেই রয়েছে ।"