জাতীয় সংগীতের শব্দ পরিবর্তনের ভাবনা দলের নয় : কৈলাশ - kailash bijoy borgi attack state government
🎬 Watch Now: Feature Video
জাতীয় সংগীতের শব্দ পরিবর্তন প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য বিজেপি পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় ৷ এদিন মালদায় এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, "জাতীয় সংগীতের শব্দ পরিবর্তন দলের মত নয় ৷ সেটা ব্যক্তিগত মতামত ৷ " এছাড়াও এদিন তিনি শান্তিনিকেতন ইশুতেও মুখ খোলেন ৷ রাজ্য সরকারকে কটাক্ষের সূরে তিনি বলেন, "শান্তিনিকেতন এই দেশের গৌরবময় পরম্পরার একটি কেন্দ্র । আমি চাই না, শান্তিনিকেতনকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক । "