বৃহস্পতি-শনি এক রেখায়, দেখতে উৎসাহী সাধারণ মানুষ - বৃহস্পতি-শনি এক রেখায়
🎬 Watch Now: Feature Video
চারশো বছর পর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী রইল সকলে । মহাকাশে বৃহস্পতি এবং শনি এমন ভাবে অবস্থান করছে যে ওই দু'টি গ্রহকে এক সরলরেখায় দেখা যাচ্ছে । একটি গ্রহ কার্যত অন্য গ্রহকে ঢেকে ফেলছে। আর কুলটিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে টেলিস্কোপের সাহায্যে এই দৃশ্য দেখার ব্যবস্থা করা হয়েছিল। উৎসাহ ছিল চোখে পড়ার মত।