"দিল্লি, গুজরাত থেকে এসে চোখ রাঙালে চোখ উপড়ে নেব" - পাণ্ডবেশ্বর
🎬 Watch Now: Feature Video
"আপনারা বললে আমি কান ধরে ওঠবোস করতেও রাজি । কিন্তু, মুম্বই, দিল্লি, গুজরাত থেকে কেউ এসে চোখ রাঙালে তার চোখ উপড়ে নেব ।" পাণ্ডবেশ্বরের মহাল গ্রামে "দিদিকে বলো" কর্মসূচিতে গিয়ে BJP-র নাম না করে কার্যত হুঁশিয়ারি দিলেন জিতেন্দ্র তিওয়ারি । তিনি আরও বলেন, "যদি কোনও তৃণমূল নেতা কাটমানি চান, তাহলে দিদিকে বলো-তে ফোন করুন, কথা দিচ্ছি তাদের বহিষ্কার করা হবে ।"