"কোনও কাজের প্রতিশ্রুতি দিতে পারব না, কারণ ক্ষমতা নেই", হতাশা জিতেন্দ্রর গলায় - জীতেন্দ্র তিওয়ারি
🎬 Watch Now: Feature Video
প্রথমে অসন্তোষ প্রকাশ করে ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছেন । তারপর প্রকাশ্যে তাঁকে আক্রমণও করেছেন জিতেন্দ্র তিওয়ারি। আর আজ কলকাতায় বৈঠকে ডাকা হলেও যাননি । তার বদলে সারাদিন তাঁর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকে বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে । লাউদোহা গ্রামের বাগদি পাড়ার কালীমন্দিরের সংস্কারকাজের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে হতাশার সঙ্গে বলেন, "আর কোনও কাজের প্রতিশ্রুতি দিতে পারব না। কারণ আর ক্ষমতা নেই। তবে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমায় ঘৃণা করবেন না।" সূত্রের খবর, জিতেন্দ্র তিওয়ারি তাঁর ঘনিষ্ঠ মহলে আগামী 18 তারিখ কিছু একটা হওয়ার কথা বলে যান। কী হতে চলেছে 18 ডিসেম্বর ? তা নিয়ে ছড়িয়েছে জল্পনা ।