ঝাড়গ্রামে বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার উদ্যোগে বিনে পয়সার বাজার - তৃণমূল কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
রবিবার ঝাড়গ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বলরামডিহি এলাকায় তৃণমূল কংগ্রেসের ৬ নম্বার ওয়ার্ড কমিটির উদ্যোগে শুরু হয়েছে বিনা পয়সার বাজার। করোনা মহামারীতে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন । ঝাড়গ্রাম জেলাও তার ব্যাতিক্রম নয় । রোজগার নেই, তাই পয়সা নেই মানুষের হাতে । খাওয়া ও সংসার চালানো দায় হয়ে পড়ছে । না খেয়ে কাটাতে হচ্ছে অনেক পরিবারকে । এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার সহায়তায় ঝাড়গ্রামে শুরু হল বিনে পয়সার বাজার । বাজারে পাওয়া যাবে বিনামূল্যে পটল, ঝিঙে, লাউ, কুমড়া সহ বিভিন্ন কাঁচা সবজি ও গৃহস্থের প্রয়োজনীয় সামগ্রী । প্রথম দিনেই মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে ও তাঁরা সাধুবাদও জানিয়েছেন । ৬ নম্বার ওয়ার্ড কমিটির তৃণমূলের এক কর্মী রাজকিষণ সাউ বলেন, ‘‘লকডাউন পর্ব যতদিন চলবে আমরা এভাবেই মানুষকে পরিষেবা দিয়ে যাব।’’