পণ্যবাহী গাড়ি টানছে গরু! জয়নগরে জ্বালানির মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের - LPG

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 9, 2021, 1:33 PM IST

পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূলের তরফে ৷ জয়নগর 2নং ব্লকের গড়দেয়ানিতে গরুকে দিয়ে পণ্যবাহী গাড়ি টেনে নিয়ে যাওয়া হল ৷ বাড়তে থাকা দামের জেরে জ্বালানি কেনা দুঃসহ হয়ে পড়ছে ৷ তা বোঝাতেই গরুকে দিয়ে পণ্যবাহী গাড়ি টানিয়ে প্রতিবাদ বলে জানালো জয়নগর 2নং ব্লক তৃণমূল নেতৃত্ব ৷ আজকের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় শিক্ষক তথা তৃণমূল নেতা সাহাবুদ্দিন শেখ ৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে ৷ বিনামূল্যে রেশনের চাল পেলেও, তা ফুটিয়ে খেতে হাজার টাকার গ্যাস কিনতে হচ্ছে ৷ পাশাপাশি ডিজেলের দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে চলেছে ৷ ফলে খেটে খাওয়া মানুষের পক্ষে সংসার চালানো দায় হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ যদিও অবলা জীবের যাতে কোনও কষ্ট না হয় সেই দিকটিও নজরে রেখেছিল তৃণমূল নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.