যুবরাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রতিষ্ঠিত নেতাদের তাড়িয়ে দিচ্ছে তৃণমূল : জয়প্রকাশ - জয়প্রকাশ মজুমদার
🎬 Watch Now: Feature Video
কৃষি বিলের সমর্থনে আরামবাগ BJP জেলা সাংগঠনিকের ডাকে একটি জনসভার আয়োজন করা হয় গোঘাটে ৷ সেখান থেকে BJP রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "কংগ্রেসের যুবরাজকে প্রতিষ্ঠিত করার জন্য পুরানো নেতাদের তাড়িয়ে দেওয়া হয়েছে । সেরকমই তৃণমূলের যুবরাজকে প্রতিষ্ঠিত করার জন্য পুরানো নেতাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে । ঠিক যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগিয়ে শুভেন্দুকে অপমান করা হল আবার সৌগতকে তাঁর কথা বলার জন্য পাঠানো হলো পক্ষান্তরে ৷ এতে সৌগতকে অপমান করা হল । এরপরও কী আরও নেতাদের অপমান করে তাড়ানো হবে ? "